মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয়, যে সকল সেবা প্রদান করে থাকে তা কি নোটের মাধ্যমে দেওয়া হলো।
► প্রতি দুই মাস পরপর কেন্দ্র শিক্ষকগণকে দ্বি-মাসিক সমন্বয় সভায় মাস্টার ট্রেইনার কাম-ফ্যাসিলিটেটর দ্বারা সারা দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়।
►প্রতি বৎসর কেন্দ্র শিক্ষকগনের একদিনের একটি রিফ্রেসমেন্ট ট্রেনিং প্রদান করে হয় ।
►প্রতি তিন বৎসর পরপর তিনদিনের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। এখানে ১৫ টি সেশন থাকে । জেলা প্রশাসন, বিভিন্ন অভিজ্ঞ প্রশিক্ষক,রিসোর্স পারসন, শিশু বিশেষজ্ঞ,বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ অধ্যাপক , বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞ ব্যাক্তি এবং বিভিন্ন ধর্মীয় সমাজপতি দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হয় ।
► কেন্দ্র পরিদর্শন কালে কেন্দ্র পরিচালনা সংক্রান্ত কোন ক্রটি পরিলক্ষিত হলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসরনের সহযোগীতার মাধ্যমে অফিস কর্তৃপক্ষ তা সমাধানে ব্যবস্থা গ্রহন করেন।
► মন্দির সংস্কার ও দু;স্থদের অনুদানের জন্য হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ফরম প্রদান করা হয়।
►দুর্গাপুজার সময় প্রধান মন্ত্রীর কর্তৃক প্রদত্ত অর্থ জেলা অফিস,সংশ্লিষ্ট ট্রাস্টি মহোদয়ের সহায়তায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস