Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

কার্যক্রম

সেবা গ্রহণকারী

সময় সীমা

কর্ম পদ্ধতি

ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান

হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ

মঞ্জুরীর ১৫ দিনের মধ্যে চেক ইস্যু করা হয়।

নির্ধারিত ফরম ট্রাস্টের ওয়েবসাইট www.hindutrust.gov.bd থেকে সংগ্রহ/ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণকৃত ফরম ট্রাস্টে জমা দেবার পর ট্রাস্টি কর্তৃক অনুদান মঞ্জুর করা হয়।

দুঃস্থদের অনুদান প্রদান।

দুঃস্থ হিন্দু নারী/পুরুষ

দুর্গাপুজার আর্থিক সহায়তা প্রদান (মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত)

দুর্গা পুজামন্ডপ কর্তৃপক্ষ/কমিটি

প্রতিবছর শারদীয় দুর্গাপুজার প্রাক্কালে।

দেশের উল্লেখযোগ্য সংখ্যক পূজা মন্ডপে জেলা প্রশাসক/ট্রাস্টিদের মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে।

মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিশু শিক্ষা কার্যক্রম।

প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশু (৪ হতে ৬ বছর)

সিট শুন্য থাকা সাপেক্ষে। ভর্তি প্রতিবছর পৌষ মাসে।

কেন্দ্র শিক্ষকের সাথে যোগাযোগ করে শিশুকে ভর্তি করাতে হবে। এ শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক এবং শিশুরেদ বিনামূল্যে বই, খাতাসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়।

মন্দিরভিত্তিক বয়স্ক শিক্ষা কার্যক্রম

অক্ষর জ্ঞানহীন হিন্দু ব্যক্তিবর্গ (১৫ হতে ৪৫ বছর)

কেন্দ্র শিক্ষকের সাথে যোগাযোগ করে শিশুকে ভর্তি করাতে হবে। এ শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক এবং শিশুরেদ বিনামূল্যে বই, খাতাসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়।

গীতা শিক্ষা কার্যক্রম

সনাতন ধর্মাবলম্বী ১০ হতে ১৮ বছরের শিশু

কেন্দ্র শিক্ষকের সাথে যোগাযোগ করে শিশুকে ভর্তি করাতে হবে। এ শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক এবং শিশুরেদ বিনামূল্যে বই, খাতাসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়।

পুরোহিত ও সেবায়েত  প্রশিক্ষণ

মঠ/মন্দির/দেবালয়/মিশন/আশ্রম এর পুরোহিত ও সবায়েত

কার্যক্রম চলমান

হিন্দু আইন ও পুজা পদ্ধতি সম্পর্কে এবং আর্থ-সামাজিক বিষয় (ভূমি সংস্কার, আই.সি.টি ও ডিজিটাল বাংলঅদেশ, কৃষি, পশুপালন, মৎস্য চাষ, সামাজিক মূল্যবোধ খাদ্য ও স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ। প্রদান করা হয়।

হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানের তালিকাভুক্তি কার্যক্রম

হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ

আবেদন প্রাপ্তির পর ০৩ দিন

নির্ধারিত ফরম ট্রাস্টের ওয়েবসাইট www.hindutrust.gov.bd থেকে  সংগ্রহ/ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণকৃত ফরম ট্রাস্টে জমা দেবার পর যাচাইঅন্তে তালিকাভুক্ত করা হয় এবং তালিকাভূক্তির সনদ প্রদান করা হয়। তালিকাভূক্তির জন্য কোন ফি দিতে হয়ে না।